Site icon INB UPDATE

Indian Railways Recruitment 2023 – ভারতীয় রেলওয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Indian Railways Recruitment 2023

রাজ্যে সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতি ভারতীয় রেলের ওয়েস্ট সেন্ট্রাল শাখাতে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীরা আবেদনযোগ্য। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে করবেন।

Advertisement No.04/2023
নিয়োগকারী সংস্থা/ বোর্ডRailway Recruitment Cell, West Central Railway
পদের নামGroup ‘C’ & ‘D’
মোট শূন্যপদনীচে উল্লেখ করা হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইটwcr.indianrailways.gov.in
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ০৬ নভেম্বর, ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Indian Railways Recruitment 2023

১) পদের নাম – Group ‘C’

মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – এই প্রতি আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের টাইপিং -এ দক্ষ হতে হবে।

বয়স সীমা – গ্রুপ সি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আরও পড়ুন – NTPC Recruitment 2023 – তাপবিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?

২) পদের নাম – Group ‘D’

মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় পাশ অথবা NCVT স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকলে এই পদে আবেদন যোগ্য।

বয়স সীমা – গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন – কেন্দ্রীয় সংস্থায় প্রচুর সুপারভাইজার নিয়োগ, বিস্তারিত জেনে আবেদন করুন

কিভাবে আবেদন করবেন?

গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের কয়েকটি সহজ ধাপ গুলি অনুসরণ করুন।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, স্কাউট এবং গাইডিং-এর অভিজ্ঞতার ভিত্তি করে যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন ফি কত?

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ৫০০/- টাকা এবং SC/ST/Ex-Servicemen/PwBD/Women প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে অনলাইনে আবেদন করার সময়।

আরও পড়ুন – 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫.১০.২০২৩
আবেদন শুরু০৭.১০.২০২৩
আবেদন শেষ০৬.১১.২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwcr.indianrailways.gov.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Exit mobile version