Site icon INB UPDATE

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটে চাকরি, কোন পদ, বেতনই বা কত?

ISI Junior Junior Research Fellows Recruitment 2023

রাজ্যের চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট, কলকাতা -তে রিসার্চ ফেলো নেবে। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন সরাসরি ইমেইলের মাধ্যমে।

Advertisement No.PU/507/ADV/712
নিয়োগকারী প্রতিষ্ঠানINDIAN STATISTICAL INSTITUTE
পদের নামProject linked Junior Research Fellows
মোট শূন্যপদনীচে উল্লেখ করা হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইটwww.isical.ac.in
আবেদন মাধ্যমইমেইলে
আবেদন শেষ১০ নভেম্বর, ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

ISI Junior Junior Research Fellows Recruitment 2023

পদের নাম – Project linked Junior Research Fellows

মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – Statistics/ Economics এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি UGC/ CSI NET অথবা GATE পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন।

বয়স সীমা – ০১.১০.২০২৩ তারিখ অনুসারে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। SC/ST/OBC/Women প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ৩১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে ইমেল মারফত। এর জন্য একটি কভারিং লেটার এবং কারেন্ট রেসিউমে সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলির ছবি তুলে স্ক্যান করে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ইমেইল এড্রেসে মেল করে পাঠাতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ুন।

আবেদন পাঠাবার ইমেইল এড্রেস – sosu@isical.ac.in

নিয়োগ পদ্ধতি

অনলাইন টেস্ট / ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য আবেদনকারী প্রার্থীদের।

আরও পড়ুন – ভারতীয় রেলওয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫.১০.২০২৩
আবেদন শুরু২৫.১০.২০২৩
আবেদন শেষ১০.১১.২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.isical.ac.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Exit mobile version