Site icon INB UPDATE

ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি | NaBFID Recruitment 2023

NaBFID Recruitment 2023

NaBFID Recruitment 2023: সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট (NaBFID) এর তরফে ৫৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১২ ধরনের পদ রয়েছে। ভারতবর্ষের যেকোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য।

কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে এখানে। ইচ্ছুক প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Advertisement No.NaBFID/REC/ANA/2023-24/01
নিয়োগকারী ব্যাঙ্কNational Bank for Financing Infrastructure Development
পদের নামVarious Posts
মোট শূন্যপদ৫৬ টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.nabfid.org
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৩ নভেম্বর, ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

NaBFID Recruitment 2023

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা –

পদের নামশূন্যপদ
Lending Operations১৫ টি
Human Resources২ টি
Investment & Treasury৪ টি
Information Technology & Operations৪ টি
General Administration৭ টি
Risk Management১০ টি
Legal২ টি
Internal Audit & Compliance৩ টি
Company Secretariat২ টি
Accounts২ টি
Strategic Development and Partnerships৪ টি
Economist১ টি
মোট শূন্যপদের সংখ্যা৫৬ টি

শিক্ষাগত যোগ্যতা – NaBFID Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে মোট ১২ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া। কোনো নির্দিষ্ট পদের যোগ্যতা সম্পর্কে জানতে নীচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

বয়স সীমা – প্রতিটি পদের জন্য ভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। তবে ৩২ বছর বয়সের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

কিভাবে আবেদন করবেন?

সম্পূর্ন অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে এখানে।

নিয়োগ পদ্ধতি

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি কত?

General/ EWS/ OBC প্রার্থীদের ৮০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।

আরও পড়ুন – ভারতীয় ইস্পাত সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু২৩-১০-২০২৩
আবেদন শেষ১৩-১১-২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.nabfid.org
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Exit mobile version