Ramkrishna Mission Job 2023

Ramakrishna Mission Job 2023: রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন, লাস্ট ডেট ১০ নভেম্বর

শিক্ষা ও চাকরি

INB UPDATE (Admin)

Google Newsফলো করুন শেয়ার করুন

Kamarpukur Ramakrishna Mission Multipurpose School (H.S) (Bengali Medium) এ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। এখানে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।

Advertisement No.
নিয়োগকারী সংস্থা/ বোর্ডKamarpukur Ramakrishna Mission Multipurpose School (H.S)
পদের নামAssistant Teacher
মোট শূন্যপদনীচে উল্লেখ করা হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইটwww.rkmkmpskamarpukur.org
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১০ নভেম্বর, ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Ramakrishna Mission Job 2023

পদের নাম – Assistant Teacher (Bengali & Mathematics Subject)

মোট শূন্যপদের সংখ্যা – Ramkrishna Mission Job 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা –
Bengali Subject:- প্রার্থীকে বাংলা বিষয়ে ৩০০ নম্বর নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। সেইসাথে B.Ed. করা থাকতে হবে এবং টেট পাশ সার্টিফিকেট থাকতে হবে।

Mathematics Subject:- প্রার্থীকে অংক বিষয়ে ৩০০ নম্বর নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। সেইসাথে B.Ed. করা থাকতে হবে এবং টেট পাশ সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা – ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী, প্রার্থীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ROPA – 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদন ফর্ম ডাউনলোড করে A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে মুখ বন্ধ খামে ভরে খামের উপর যে বিষয়ের জন্য আবেদন করছেন সেই বিষয়, নিজের নাম এবং নিজের ঠিকানা লিখে স্কুলের নির্দিষ্ট অফিসে গিয়ে স্বশরীরে আবেদনপত্র জমা করতে হবে।

পোস্ট/ কুরিয়ার/ ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠালে গ্রহণযোগ্য হবেনা এমনটাই উল্লেখ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আরো বিস্তারিত জানতে স্কুলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইটে ভিজিট করুন।

প্রয়োজনীয় নথিপত্র 

  • পরিচয়পত্র
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট
  • টেট পাশ সার্টিফিকেট
  • দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো
  • অন্যান্য

নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ভাইভা এবং ক্লাসরুম টিচিং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি কত?

এখানে আবেদন করার জন্য ৪০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আরও পড়ুন – রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.১০.২০২৩
আবেদন শুরু০১.১০.২০২৩
আবেদন শেষ১০.১১.২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.rkmkmpskamarpukur.org
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন ফর্মDownload
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Leave a Comment

    WhatsApp Share Telegram