RRC ECR Recruitment 2023 – পূর্ব-মধ্য রেলওয়েতে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। সেই মর্মে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নীচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
Advertisement No. | RRC/ECR/HRD/Act. App/2023-24 |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | East Central Railway (Railway Recruitment Cell) |
পদের নাম | Apprentices |
মোট শূন্যপদ | ১৮৩২ টি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrcecr.gov.in |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৯ ডিসেম্বর, ২০২৩ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
RRC ECR Recruitment 2023
পদের নাম – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে বিভিন্ন ডিভিশনে যোগ্য চাকরিপ্রার্থীদের শিক্ষানবিশ (Apprentices) পদে নিয়োগ করা হবে। কোন কোন ডিভিশনে নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো –
- Fitter
- Welder
- Turner
- Machinist
- Mechanic (Diesel)
- Refrigeration & AC Mechanic
- Forger and Heat Treater
- Carpenter
- Electronic Mechanic
- Painter
- Electrician
- Wireman
- Blacksmith
- Laboratory Assistant
মোট শূন্যপদের সংখ্যা – বিভিন্ন ট্রেডে সব মিলিয়ে মোট ১৮৩২ জন প্রার্থী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ/ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে। আরো জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন।
বয়স সীমা – আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন – সংশ্লিষ্ট ট্রেডে নিযুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন?
RRC ECR Recruitment 2023 – ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।
- প্রথমে https://actappt.rrcecr.in/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর লগইন করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করতে হবে।
আবেদন ফি কত?
আবেদন ফি ১০০/- টাকা জমা করতে হবে। তবে SC/ ST/ PwBD/ Women প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে অনলাইন আবেদন করার সময়।
আরও পড়ুন – ন্যাশনাল ব্যাংকে বিপুল কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০.১১.২০২৩ |
আবেদন শুরু | ১০.১১.২০২৩ |
আবেদন শেষ | ০৯.১২.১০২৩ |
**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.rrcecr.gov.in |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »
- ভারতীয় ইস্পাত সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে
- পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- সুখবর! জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি
- রাজ্যের রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
- EIL সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন মাসে ৬০ হাজার টাকা