Site icon INB UPDATE

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শীঘ্রই আবেদন করুন | WB Health Department Vacancy 2023

WB Health Department Vacancy 2023

WB Health Department Vacancy 2023: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ করা কর্মীদের। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই আবেদনযোগ্য। আজকের প্রতিবেদন থেকে জেনে নিন এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য।

Advertisement No.
নিয়োগকারী সংস্থা/ বোর্ডWB State Health & Family Welfare Samiti
পদের নামPublic Health Manager
মোট শূন্যপদনীচে উল্লেখ করা হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৫ নভেম্বর, ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WB Health Department Vacancy 2023

পদের নাম – Public Health Manager

মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৩২ টি শূন্যপদ রয়েছে। (SC – ৯ টি, ST – ৮ টি, OBC-A – ১০ টি, PWD – ৫ টি)।

শিক্ষাগত যোগ্যতা – ডেন্টাল/ নার্সিং এ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।অথবা, লাইফ সায়েন্স/ ইকোনোমিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে।
অথবা,
যেকোনও শাখায় গ্র্যাজুয়েশন সহ হিউম্যান রিসোর্স/ হেলথ কেয়ার এ MBA করে থাকতে হবে প্রার্থীদের।
পাশাপাশি প্রার্থীদের স্থানীয় ভাষা জানতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার জানা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

বয়স সীমা – ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতার নম্বর, কম্পিউটার টেস্ট এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন ফি কত?

এখানে আবেদন করার জন্য ৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আরও পড়ুন – রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বিভাগে 390 জন কর্মী নিয়োগ, আবেদন চলছে অনলাইনে

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু০১.১১.২০২৩
আবেদন শেষ১৫.১১.২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Exit mobile version