Vivo Y28 5G mobile

Vivo Y28 5G – রেডমি নোট 13 5G-কে টক্কর দেবে ভিভোর এই 5G ফোন, দাম শুনলে কিনতে ছুটবেন

টেকনোলজি

INB UPDATE (Admin)

Google Newsফলো করুন শেয়ার করুন
[alg_back_button label="Go back"]

সম্প্রতি শাওমি ভারতের বাজারে নতুন একটি স্মার্টফোন কয়েকদিন আগেই লঞ্চ করিয়েছে যার নাম redmi note 13 5G. এবার রেডমি নোট 13 5G স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে বাজারে এসেছে Vivo Y28 5G. ভিভোর এই নতুন স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। 4 GB RAM এবং 128 GB স্টোরেজ 6 GB RAM এবং 128 GB স্টোরেজ  8 GB RAM ও 128 GB । ফোনটির দুটি কালার অপশন রয়েছে একটি হল পার্পেল ও গ্লিটার অ্যাকোয়া।

সম্প্রতি ভারতের বাজারে Vivo এর যে নতুন স্মার্টফোনটি আত্মপ্রকাশ করেছে এই স্মার্টফোনটিতে গুরুত্বপূর্ণ ফিচার এর মধ্যে রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি। এই হ্যান্ডসেটের মধ্যে 6 ইঞ্চিরও বড় HD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 রয়েছে।

Vivo Y28 ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

4 GB RAM এবং 128 GB স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 13,999 টাকা। 15,999 টাকা  দাম পড়ছে 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এবং সর্বশেষ অর্থাৎ হাই-এন্ড 8 GB RAM ও 128 GB মডেলের দাম রয়েছে 16,999 টাকা। Vivo Y28 5G ফোনটি Flipkart, Amazon এবং Vivo E-Store থেকে কিনতে পারবেন।

আরও পড়ুন » ফাটাফাটি অফার! পকেটমানি দিয়ে কিনে ফেলুন স্মার্টফোন, কোন ফোনের কি দাম

Vivo Y28 ফোনে কী ফিচার্স রয়েছে

Vivo Y28 5G ফোনে একটি অক্টোবর মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপ রয়েছে। আর প্রসেসরটি পেয়ার করা থাকছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজের সাথে। 90 Hz রিফ্রেশ সাপোর্ট 6.26 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে থাকছে এই ফোনে। 

এছাড়াও এই ফোনে থাকছে 5000 mAH ব্যাটারি জেটি 15 ওয়ার্টের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে ডুয়েল ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এই ডুয়েল ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর 50MP থাকছে। সেকেন্ডারি সেন্সার হিসেবে থাকছে 2 MP ক্যামেরা এছাড়াও সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য থাকছে 8MP ফ্রেসিং সেন্সার।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

    WhatsApp Share Telegram