Tobacco Product Rules

এবার তামাকজাত পণ্য নিয়ে কড়া মোদী সরকার! না মানলে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা! জানুন বিস্তারিত

খবর

INB UPDATE (Admin)

Google Newsফলো করুন শেয়ার করুন

এবার পানমশলা, গুটকার মতো তামাকজাত পণ্য নিয়ে কড়া অবস্থান কেন্দ্র সরকারের। এই সকল তামাকজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থার প্রস্ততকারকদের জন্য এবার নয়া নিয়ম জারি করল কেন্দ্র। গুটকা, পানমশলা প্রভৃতি দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলোকে আগামী ১লা এপ্রিল থেকে দিতে হতে পারে ১লাখ টাকা পর্যন্ত জরিমানা। তামাক উৎপাদন খাতে রাজস্ব ফাঁকি বন্ধ করার উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ গ্রহণ। গুটকা, তামাক, পান মশলার মতো জিএসটি কাউন্সিল এবিষয়ে নয়া তথ্য প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

Tobacco Product Rules

চলতি বছরের ১লা এপ্রিল থেকে গুটকা, তামাক, পান মশলার মতো দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলি জরিমানার আওতায় পড়তে পারে। জিএসটি কাউন্সিল এবিষয়ে নয়া তথ্য প্রকাশ করে জানিয়েছে যে, আগামী ১লা এপ্রিলের আগেই তামাকজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলোকে জিএসটি কর্তৃপক্ষের কাছে তাদের প্যাকিং মেশিনগুলোর রেজিস্ট্রেশন করাতে হবে। তবে, যদি কোনো তামাকজাত সংস্থা যদি জিএসটি কর্তৃপক্ষের কাছে প্যাকিং সরঞ্জামের রেজিস্ট্রেশন না করে, তাহলে সেই সংস্থাকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণের মূল উদ্দেশ্যই হলো তামাক উৎপাদন খাতে কর ফাঁকি বন্ধ করা। ফিনান্স বিল, ২০২৪ কেন্দ্রীয় জিএসটি আইনে সংশোধনী আনা হয়েছে এবং সেই সংশোধনীতে বলা হয়েছে যে, প্যাকিং সরঞ্জামের রেজিস্ট্রেশন না করানো হলে প্রতিটি মেশিনের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হবে। মূলত, জিএসটি কাউন্সিলের এই সুপারিশের ভিত্তিতে, গত বছর অর্থাৎ ২০২৩ সালে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারকদের জন্য মেশিনের রেজিস্ট্রেশন করার বিশেষ প্রক্রিয়া শুরু হয়েছিল। এর ফলে এই মেশিনগুলির প্যাকিং সহ বিশদ বিবরণ কাউন্সিলের নখদর্পণে থাকবে।

যদিও আগের বছরে এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছিল, তবে এই ক্ষেত্রে কোনোরকম জরিমানার কথা বলা হয়নি, তবে এবার কেন্দ্রের তরফ থেকে এই নয়া নিয়ম জারি করা হলো। জিএসটি কাউন্সিলের বৈঠকে রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্ত নিয়েছেন যে, পানমশলা, গুটকার মতো দ্রব্যগুলোর প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত মেশিনগুলো রেজিস্ট্রেশন করা উচিত। এর মাধ্যমে তামাকজাত দ্রব্য উৎপাদনের দিকে সরকার সহজে নজর রাখতে পারবে।

রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা এই প্রসঙ্গে আরো জানান যে, গত বছর পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, তাদের উপর কোনো জরিমানা আরোপ না করা হলেও এবার কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, যারা এই রেজিস্ট্রেশন করবেন না, তাদের সরকারের তরফ থেকে ১ লাখ টাকা জরিমানা করা হবে। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে তামাকজাত দ্রব্য বন্ধ করা হয়েছে এবং কয়েকটি রাজ্যে পানমশলার মতো জিনিসে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। এরফলে একদিকে যেমন সরকারের কোষাগার ভরছে, অপরদিকে তেমন তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা কিছুটা হলেও কমানো সম্ভবপর হয়েছে।

Leave a Comment

    WhatsApp Share Telegram