রাজ্যের চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর। সম্প্রতি কল্যাণী AIIMS -এ ৭৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদনযোগ্য। আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হয়েছে। AIIMS Kalyani Junior Resident Recruitment 2023
শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। AIIMS Kalyani Junior Resident Recruitment 2023
Advertisement No. | 2303/E-12015/11/23-(SR/T/JR) |
নিয়োগকারী প্রতিষ্ঠান | All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani |
পদের নাম | Junior Resident |
মোট শূন্যপদ | নীচে উল্লেখ করা হয়েছে |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aiimskalyani.edu.in |
আবেদন মাধ্যম | অফলাইন (ইন্টারভিউ) |
ইন্টারভিউ তারিখ | ১৭.১১.২০২৩ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
AIIMS Kalyani Junior Resident Recruitment 2023
পদের নাম – Junior Resident (Non-Academic)
মোট শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৭৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ২১ টি, EWS – ১৩ টি, OBC – ২০ টি, SC – ১১ টি, ST – ৯ টি)
শিক্ষাগত যোগ্যতা – NMC স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকলে এই পদে আবেদনযোগ্য। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকতে হবে এবং ইন্টার্নশিপ সমাপ্তির সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ২১.১০.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০/- টাকা + GP ৫,৪০০/- টাকা বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
ইচ্ছুক প্রার্থীদের এখানে আলাদাভাবে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কপি সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
Administrative Building, Ground Floor, Welcome Center of AIIMS, Kalyani, Pin – 741245
ইন্টারিউয়ের তারিখ ও সময়
ইন্টারিউ নেওয়া হবে ১৭.১১.২০২৩ তারিখে সকাল ৯ টা থেকে।
নিয়োগ পদ্ধতি
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
আরও পড়ুন – তাপবিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, কারা আবেদন করতে পারবে?
আবেদন ফি কত?
এখানে UR/OBC/EWS ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদন ফি ১,০০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ST প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করতে হবে “AIIMS KALYANI INTERNAL RESOURCES ACCOUNT” এর উদ্দেশ্যে Demand Draft -এর মাধ্যমে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.১০.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১৭.১১.২০২৩ |
ইন্টারভিউ সময় | সকাল ৯ টা থেকে |
**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.aiimskalyani.edu.in |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »