চাকরিপ্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২৬ টি বিভাগে মোট ৩৯০ টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেকোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য।
তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে।
Advertisement No. | CMOH-nad/5871 |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | Health & Family Welfare Department, Government of West Bengal |
পদের নাম | Various Posts |
মোট শূন্যপদ | নীচে উল্লেখ করা হয়েছে |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ০৭.১১.২০২৩ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
CMOH Nadia Recruitment 2023
পদের নাম ও মোট শূন্যপদ –
পদের নাম | শূন্যপদ |
Block Public Health Manager | ৭ |
Block Epidemiologist | ৪ |
Laboratory Technician | ১১ |
Block Data Manager | ৪ |
Medical Officer | ৩৮ |
Staff Nurse | ৩১ |
Community Health Assistant | ৬০ |
Specialist Medical Officer (Medicine) | ১৫ |
Specialist Medical Officer (Paediatrics) | ১৫ |
Specialist Medical Officer (G&O) (Polyclinic) | ১৪ |
Specialist Medical Officer (Ophthalmologists) | ১৫ |
Staff Nurse (Polyclinic) | ১১ |
Counsellor (Polyclinic) | ৮ |
Staff Nurse (NUHM) | ৭ |
Medical Officer (NUHM) | ৫ |
Laboratory Technician (NUHM) | ১ |
Community Health Assistant (NUHM) | ৪৬ |
VBD Technical Supervisor (NHM) | ২ |
Social Worker (NHM) | ১ |
Ophthalmic Assistant (NHM) | ৩ |
GNM-HCP (NHM) | ১ |
TBHV (NHM) | ১ |
Senior Medical Officer – DRTB (NHM) | ১ |
Medical Officer – DTC (NHM) | ১ |
Senior Treatment Supervisor (NHM) | ১ |
Multi Rehabilitation Worker (NHM) | ১৭ |
Laboratory Technician (ICTC) | ১ |
Clinical Psychologist (NMHP) | ৩ |
Community Nurse (NMHP)(NHM) | ১ |
Yoga Instructor Male & Female (NAM) | ৩১ + ৩১ |
Multi Tasking staff (NAM) | ১ |
Accountant (NAM) | ১ |
Lower Division Clerk (NAM) | ১ |
মোট শূন্যপদের সংখ্যা | ৩৯০ টি |
শিক্ষাগত যোগ্যতা – সমস্ত পদগুলির ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোন নির্দিষ্ট পদে চাওয়া শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
বয়স সীমা – ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আরও পড়ুন – কল্যাণী AIIMS এ ৭৪ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৭.১০.২০২৩ |
আবেদন শুরু | ১৭.১০.২০২৩ |
আবেদন শেষ | ০৭.১১.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
আরও পড়ুন »