SAIL Recruitment 2023

SAIL Recruitment 2023 – ভারতীয় ইস্পাত সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে

শিক্ষা ও চাকরি

INB UPDATE (Admin)

Google Newsফলো করুন শেয়ার করুন

SAIL Recruitment 2023: বেকার চাকরিপ্রার্থীদের জন্য ফের নয়া খুশির খবর নিয়ে হাজির হলাম। সম্প্রতি স্টাইল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর পক্ষ থেকে ৮৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার অফিসার ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইন মারফত আবেদন জানাতে পারবেন। এখানে নির্বাচিত প্রার্থীদের বোকারো স্টিল প্লান্টে নিয়োগ করা হবে।

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার প্রক্রিয়া সহ নিয়োগের বিশদ তথ্য। সেইসঙ্গে এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। যাতে আপনারা সহজে এই নিয়োগে আবেদন জানাতে পারেন।

Advertisement No.BSL/R/2013-02
নিয়োগকারী সংস্থাSTEEL AUTHORITY OF INDIA LIMITED (SAIL)
পদের নামনীচে উল্লেখ করা হয়েছে
মোট শূন্যপদ৮৪ টি
অফিসিয়াল ওয়েবসাইটwww.sail.co.in
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২৫ নভেম্বর ২০২৩
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SAIL Recruitment 2023

পদের নাম – Attendant cum Technician Trainee

মোট শূন্যপদের সংখ্যা – SAIL Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে সব মিলিয়ে মোট ৮৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ৩৫ টি, SC – ১০ টি, ST – ২২ টি, OBC – ১০ টি, EWS – ৮ টি)।

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ সহ নূন্যতম এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং NCVT দ্বারা স্বীকৃত নেশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

বয়স সীমা – এই পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা।

মাসিক বেতন – আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতিমাসে 25,070/-3%- 35,080/- টাকা বেতন দেওয়া হবে। তবে এই পদে নির্বাচিত প্রার্থীদের দুই বছর ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং চলাকালীন প্রার্থীদের প্রথম বছর ১২,৯০০/- টাকা করে মাসিক এবং দ্বিতীয় বছর ১৫,০০০/- টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। সাথে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সংস্থার তরফে।

কিভাবে আবেদন করবেন?

এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন পদ্ধতি নিম্নরূপ –

  • আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in এ যেতে হবে অথবা আবেদনের ডাইরেক্ট লিঙ্ক https://ibpsonline.ibps.in/sailactoct23/ -এ যেতে হবে।
  • তারপর নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
  • তারপর আবেদন ফি জমা করে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ পদ্ধতি

SAIL Recruitment 2023 এই নিয়োগে লিখিত পরীক্ষা (CBT) এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

SAIL Recruitment 2023

আবেদন ফি কত?

General, EWS, OBC প্রার্থীদের ৩০০/- টাকা এবং SC/ ST/ PwBD/ Departmental/ ESM প্রার্থীদের ১০০/- টাকা আবেদন জমা করতে হবে অনলাইনে আবেদন করার সময়।

আরও পড়ুন – 3036 টি শূন্যপদে AIIMS -এ Group B & C পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন এইভাবে

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.১০.২০২৩
আবেদন শুরু০৪.১১.২০২৩
আবেদন শেষ২৫.১১.২০২৩

**আরও বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.sail.co.in
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

আরও পড়ুন »

Leave a Comment

    WhatsApp Share Telegram